স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট রাজনীতিবিদ মুনির চৌধুরী বুকে ব্যাথাজনিত কারনে গতকাল সন্ধ্যায় চাঁদপুর সদর হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ডাক্তারদের চিকিৎসাধীন রয়েছেন। পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মুনির চৌধুরী দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ এর ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর বড় ভাই।
তিনি জানান, গতকাল বিকালে হঠাৎ করে নাজিরপাড়া জাহানারা কটেজ নিজ বাসায় প্রচন্ড বুক ব্যাথা অনুভব করলে সাথে সাথে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তারের পরামর্শে সন্ধ্যাই মুনির চৌধুরীকে চাঁদপুর সদর হাসপাতালে আইসিউ বিভাগে ভর্তি করা হয়।
মুনির চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।