বিএনপি-জামাত চক্র দেশকে আবারো পেছনে নিয়ে যেতে চায় : গোলাম হোসেন

 

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেন বলেছেন, বিএনপি-জামাত চক্র দেশকে আবারো পেছনে নিয়ে যেতে চায়। তাই তারা দেশে সন্ত্রাস, নাশকতা ও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা হতে দেবে না।

সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের রায় নিয়ে মুক্তিযুদ্ধের দল আওয়ামীলীগ আগামীতে ক্ষমতায় গেলে এই দেশ আরেকটি সিঙ্গাপুর হবে।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান শিশির ও উপজেলা যুবলীগ সভাপতি শাহজালাল প্রধান। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও এলাকার কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

 

Loading

শেয়ার করুন: