নিজস্ব প্রতিনিধি ॥
বেনামীয় কোম্পানীর ফুড কালার ব্যবহার করে ট্যাং তৈরী করায় চাঁদপুরে “মাহির ফুড এন্ড বেভারেজ” নামে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
বুধবার (২৬ জুলাই) বিকেলে শহরের ওয়্যারলেস বাজার সংলগ্ন মৃধা বাড়ী রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক ওয়্যারলেস বাজার সংলগ্ন একটি
ট্যাং কারখানা ” মাহির ফুড এন্ড বেভারেজ” এ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, কারখানার মালিক যে ফুড কালার দিয়ে ট্যাং তৈরী করছেন তা কোন কোম্পানীর কিংবা ওই ফুড কালারের মেয়াদ আছে কিনা তা দেখাতে পারেননি। যে কারণে জমিরানা করা হয়।