মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ মে বুধবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত লিটন চক্রবর্তী মৃত হারু চক্রবর্তীর ছেলে। তিনি গজরা বাজারের আভা টেলিকমের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন লিটন চক্রবর্তী। দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ। পরে তারা পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।