মতলবে বনিক সমিতির আয়োজনে  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য  এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে ভবিষ্যত জীবন সুন্দর হবে। আমাদের যুব সমাজ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা খেলার মাঠে থাকলে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে।

১৮ আগস্ট শুক্রবার বিকালে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিতব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন  ।

মতলব নিউ হোস্টেল মাঠে ফাইনাল খেলায় মাছ ও কাঁচা বাজার একতা সমিতি ১–০গোলে কাপড়পট্টি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মতলবে  প্রায় ৩২ বছর পর কোনো টুর্নামেন্টের  ফাইনাল  খেলায় ১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি কাজী নাসির উদ্দীন আহমেদের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌরসভার  ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন,মতলব দক্ষিণ  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  এ কে আজাদ, বণিক সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, চন্দন সাহা, আবদুল হান্নান অপু।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, যুবলীগ নেতা দেওয়ান পারভেজ, মতলবগঞ্জ পাইলট বালিকা উবির ম্যানেজিং কমিটির সদস্য ব্যবসায়ী আল মহসিন প্রধান, বণিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ কামাল বেপারী, সমাজসেবা সম্পাদক  দাদন ফরাজী, প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ ফাইনাল  খেলার উদ্বোধন করেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ আলমাছ প্রধান।

ফাইনাল খেলায়  রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনজন রেফারি। খেলায় ধারাভাষ্য প্রদান করেন দাউদকান্দি থেকে আগত মোঃ কবির হোসেন।

Loading

শেয়ার করুন: