মতলবে বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রঞ্জন  সকারের রাষ্টিয় মর্যাদায় সৎকার 

মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও গ্রামের স্বর্গীয় মনিন্দ্র সরকারের ছেলে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রঞ্জন সরকার (৭২) কে নায়েরগাঁও সার্বজনীন কালীবাড়ি মহা শ্মশানে রাষ্ট্রিয় মর্যাদায় সৎকার করা হয়েছে ।
 তিনি ১০ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা হৃিদরোগ ইনিস্টিউট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।
রাষ্ট্রিয় মর্যাদায় পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার( ভূমি) তাসনিম আক্তার, অফিসার ইনচার্জ রিপন বালা, উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার মোঃ বশিরউল্লহ সরকার, ডেপুটি কমান্ডার মোস্তফা কামাল পাটোয়ারী, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সরকার, ছামছুদ্দিন প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার পাল লিটন, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, টিপু ঘোষ, সঞ্জয় চন্দ্র দে সহ এলাকার শত শত নারী পুরুষ ও আত্বীয় স্বজনরা উপস্থিত ছিলেন ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রঞ্জন সরকারের ছেলে সুবীর চন্দ্র সরকার ও ছোট ভাই রাজন তার পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ।

Loading

শেয়ার করুন: