মতলবে “রেইজ” প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার 

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কথা চিন্তা করে, প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্ণার্স কল্যান বোর্ড, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের একটি সংবিধিবদ্ধ সংস্থার আওতায় বিশ্বের ১৭৮ টি দেশে কর্মরত প্রায় ১.৫০ কোটি এ অধিক বাংলাদেশি কর্মী তাদের পরিবার প্রিয়জন থেকে বিচ্ছিন্ন থেকে কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরন করে অর্থনীতির চালাকে সচল রাখছে । এ সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যানে বোর্ড দেশ – বিদেশী নানাবিধ সেবা প্রধান করে আসছে ।
এরই ধারাবাহিতয় গত ৬ জুন বুধবার বেলা ১১ টায় মতলব দক্ষিন উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও চা্ঁদপুর জেলা ওয়েল ফেয়ারের কমিশনার  মোহাম্মদ শাহ পরানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেইজ প্রকল্প, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব)  সৌরেন্দ্র নাথ সাহা  ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাথেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আখিঁ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন , মোহাম্মদ আলী আজগর প্রমুখ ।
সেমিনারে সকল প্রত্যাগত প্রবাসী অভিবাসীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের সকল সুবিধা ভোগ করতে আহ্বান জানান অতিথিরা ।

Loading

শেয়ার করুন: