
ফারুক হোসেন:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ব্যাটারী চালিত অটো রিক্সা সহ সক্রিয় চোর চক্রের ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চলিত অটো রিক্সা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মতলব উত্তর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন থানা রোডের পশ্চিম পাশে ঢালী মটরস্ এন্ড অটোপার্সের দোকানের সামনে পাকা রাস্তার উপর ব্যাটারী চালিত চোরাই অটো রিক্সা ক্রয়- বিক্রয় করাকালে স্থানীয় জনসাধারনের সহায়তায় দাউদকান্দি উপজেলায় গোয়ামারি এলাকার মো. রাকিবুল ইসলামের ছেলে মো. আবুল ফয়েজ (৪০), একই উপজেলার সুন্দরপুর চরের গাঁও এলাকার আব্দুল হান্নানের ছেলে আ. রহিম (২১) কে একটি অটোরিকশা সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় চুরির চুরির অপরাধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৪৬।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ব্যাটারী চালিত অটো রিক্সা সহ সক্রিয় চোর চক্রের ২জনকে গ্রেপ্তার করে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।