মতলব উত্তরে ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মতলব উত্তর প্রতিনিধি

কুখ্যাত নাস্তিক ব্লগার আসাদ নূরকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি এবং হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ই আগস্ট) জুম্মার নামাজের পর উপজেলার ছেংগারচর বাজারে সাধারণ মুসল্লীগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ছেংগারচর বাজারের কলেজ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। পরে ওখানে বিক্ষোভকারীরা মিলিত হয়ে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেছে। আমরা মতলব উত্তর উপজেলার ছেংগারচরবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসি চাই।

Loading

শেয়ার করুন: