মতলব উত্তর উপজেলা নির্বাচন  মুক্তার গাজীর প্রচারণায় ফের হামলা 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় আবারও হামলা করেছে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের সভা শেষ করে গাজী মুক্তার হোসেন গণসংযোগ করতে বের হয়ে পাঁচআনী চৌরাস্তা বাজারে আসলে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্ব এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গাজী মুক্তার হোসেন।
এসময় আনারস প্রতীকের কর্মী হান্নান মিয়া নামের একজন মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের গাড়িসহ ১০টি মোটরসাইকেলে ভাংচুর করা হয়।

Loading

শেয়ার করুন: