মতলব-গজারিয়া সংযোগ সেতু স্থান এবং ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন

 

মনিরা আক্তার মনি:

মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের স্থান এবং ষাটনল পর্যটন কেন্দ্র  পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বুধবার দুপুরে মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের স্থান এবং ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন  ও সেতু মন্ত্রণালয় সচিব মন্জুর হোসেন এবং সেতু মন্ত্রণালয় এর  যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী ( ভুলু চৌধুরী), পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেন প্রামাণিক, সেতু মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার।

এসময়  উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কাররুল হাসান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি,মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শরীফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: