প্রেস বিজ্ঞপ্তি:
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করায় মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. ওমর ফারুক কোকিলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি দেন।
পত্রে আরো উল্লেখ করেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ উপধারা অনুযায়ী) সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে মাে.ওমর ফারুক কোকিলকে মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলাে।