মসজিদের পাশেই কবরস্থ দেয়া হলো ফিশারী জামে মসজিদের ইমামকে

 

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বাইতুন নাজাত ফিশারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহজাহান মুন্সি (৬৯) মসজিদের পাশেই কবরস্থ করা হয়েছে।

তিনি টেকনিক্যাল খলিফা বাড়িতে ভাড়া বাসায় রোববার ১৪ জানুয়ারি দুপুর ১টা ৪৫ মিনিট হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে জিকির অবস্থায় ইন্তেকাল করিয়াছেন বলে মোহাম্মদ মোক্তার আহমেদ আবদাল রিয়াদ (মরহুমের ৩য় ছেলে) সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইন্না লিল্লাহি…… রাজেউন।

হাফেজ শাহজাহান ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন ৪৭ বছর ৩ মাস। মসজিদের মুসল্লি শামছুল আলম মানিক জানান, ইমাম সাহেব হুজুর শনিবার মসজিদে এশার নামাজ পড়িয়ে গেছেন। আমরা পরদিন (রোববার) জোহর নামাজের পর শুনি ইন্তেকাল করিয়াছেন।

মরহুমের জানাজা সোমবার সকাল ৯ টায় ফিশারী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৭ মেয়ে ৪ ছেলে নাতি-নাতনি সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজে বিপুল সংখ্যক মসজিদের ইমাম ও মুসল্লি অংশ নেন। পরে জানাজা শেষে মসজিদের পাশেই কবরস্থ করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মোহাম্মদ মোক্তার আহমেদ আবদাল রিয়াদ। তিনি তরপুরচণ্ডী আনন্দ বাজার জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। সবশেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মোঃ মাহফুল্লাহ ইউসুফী।

জানাজার পূর্বে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিরুল ইসলাম ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আউয়াল,বাসস্ট্যান্ড গোর এ গরিবা কমপ্লেক্সে মসজিদের খতিব মাওঃ আবদুর রশিদ তালুকদার, চৌধুরী বাড়ি জামে মসজিদের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম বরকন্দাজ, পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, এলাহী মসজিদের খতিব মাওঃ গাজী মোঃ হানিফ, মরহুমের বড় ছেলে মোঃ গাউস প্রমুখ।

Loading

শেয়ার করুন: