মাকে খুন করার ৬ ঘন্টার মধ্যে  ঘাতক ছেলে আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:

ফরিদগঞ্জে মাকে খুনের ৬ ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পৌর এলাকার কেরোয়া থেকে স্থানীয়রা ঘাতক ছেলে রাছেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।পরে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক ছেলে রাছেলকে পুলিশী হেফাজতে নেন।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে ছেলের হাতে নির্মমভাবে খুন হয় আপন গর্ভধারিনী মা।খুন হওয়া রানু বেগম (৫৫) খান বাড়ির আতর খানের স্ত্রী। ঘাতক ছেলে রাছেল (২২) ঘটনার পর পালিয়ে যায়।

জানা যায়, ঘাতক রাছেল গত কয়েক বছর পূর্বে ঢাকার একটি বাসায় দারোয়ানের চাকুরী করতো। তার মানসিক সমস্যা থাকায় তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে সে গ্রামের বাড়িতে এসে থাকতো।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, হত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে নিহত রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খাঁন ও তার মেয়ে শাহিনের বক্তব্যনুযায়ী নিজের ছোট ছেলে রাছেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: