মাটিতে পুঁতে ফেলা হলো ৯০ মণ চিংড়ি

নিজস্ব প্রতিনিধি:
 
 চাঁদপুরে ৩ হাজার ৬শ’ কেজি (৯০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।  সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় খুলনা থেকে চট্টগ্রামগামী বাস থেকে এ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
রবিবার (৩ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎ কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, রবিবার (৩ মার্চ) মধ্য রাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করা হয়।   অভিযানে উপজেলার হরিনা ফেরিঘাট অঞ্চলে যাত্রীবাহী বাস হতে ৩ হাজার ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে চিংড়ির মালিক দাবী করা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Loading

শেয়ার করুন: