মানুষের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পুরানবাজার লোহারপুলের বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় টেলিকন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, আবারো আন্দোলনের নামে বিএনপি জামায়েত দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যপারে সজাগ থাকতে হবে, তাদের প্রতিহিত করতে হবে।মানুষের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া যাবে না। সামনে জাতীয় নির্বাচন, ঘরে ঘরে গিয়ে মানুষকে সরকারের উন্নয়নের কথাগুলো বলতে হবে। এবং বিএনপির আমলে কি হয়েছিলো সেগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে।ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। চাঁদপুরের যুবলীগ অনেক গতিশীল। তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। সামনের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকটি কমিটি ত্যাগীদের মাধ্যমে পূর্নগঠন করতে হবে। আগামী নির্বাচনে এরাই ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ।
কর্মী সভায় পৌর যুবলীগের সদস্য শামিম গাজীর সভাপ্রধানে ও ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোবারক হোসেন বেপারী ও ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,মোহাম্মদ আলী মাঝি,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম,ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি গাজী,নজরুল ইসলাম বাদল,কাউন্সিলর কবির হোসেন চৌধুরী,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক উজ্জল হোসেন তালুকদার, পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেন বেপারী।

Loading

শেয়ার করুন: