নিজস্ব প্রতিনিধি ॥
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় গত ২৪ ঘন্টায় ৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাত জনকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা এবং একজন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন- হাফেজ চানী (৩২), সবুজ মাল (১৯), রাজিব মাল (২০), ফারুক মাল (৩৫), নয়ন (১৮), শান্ত মাল (১২), রুবেল গাজী (১৯), শুকুর জমাদার (২৩)। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলা পশ্চিম জাফরাবাদ এবং দোকানঘর এলাকায় ।
চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় (অর্থাৎ রোববার সন্ধ্যা ৬ টায় থেকে আজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত)মেঘনা নদীতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় ৮ জন জেলেকে আটক করা হয়। তাদের থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল,দুইটি ইঞ্জিন চালিত জেলে নৌকা জব্দ করা হয়।