মেঘনায় দুই লাখ চিংড়ি রেনু অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্ত এলাকায় মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে আহরণকালে দুই লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা টাস্কফোর্সের বিশেষ অভিযানে এসব চিংড়ি রেনু জব্দ হয়। পরবর্তীতে জব্দকৃত রেনুগুলো মেঘনা বক্ষে অবমুক্ত করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানের সময় মেঘনা নদীর পশ্চিম পাড়ে হিজলা সিমান্তে ঠেলা জাল দিয়ে আহরণরত অবস্থায় চিংড়ি রেনু জব্দ করা হয়। পরে মেঘনাবক্ষে এসব রেনু অবমুক্ত করা হয়।

Loading

শেয়ার করুন: