নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ সময় রাত্রিতে চলাচল করায় বাল্কহেডে অভিযান চালিয়ে দুই সুকানি ও দুই শ্রমিককে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টা হতে সকাল ৮ টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার মিনি কক্সবাজার নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
সন্ধায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার সুকানি ও শ্রমিকরা হলেন- সুকানি চানমিয়া (৩৮), আবু বক্কর সিদ্দিক (৩১), শ্রমিক মো. সিফাত (২০) ও মো. মোছা (৪৫) । এদের বাড়ি বরিশাল ও পিরোজপুর জেলায়।
ওসি কামরুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করেন। কারণ তারা নিষিদ্ধ সময় রাত্রিতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার ৪ ব্যক্তির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে ।