মেঘনায় ৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার কারেন্টজাল ও ৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে ।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল ও জাটকা জব্দ করেন।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, সকাল ৮টা হতে বিকাল ৩ টা পর্যন্ত অভয়াশ্রমে মোহনা হতে রাজরাজেশ্বর, কাচিকাটা, শিলার চর, মোহনপুর পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীসহ যৌথ অভিযানে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাল চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা একটি এতিমখানা ও স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মো. মিজানুর রহমান এবং দলের সদস্যরা।

Loading

শেয়ার করুন: