নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের মেঘনা নদীতে চলা অভয়াশ্রমে অভিযান চলাকালীন সময়ে নৌপুলিশের উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সদর উপজেলার লক্ষীরচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পুলিশের লাঠিচার্জে ৯ জেলে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- চাঁদপুর নৌ থানার উপ-পরির্দক রেদওয়ান আহমেদ, এএসআই আলী আকবর বাবুল, শামীম আজম, কনস্টেবল শরিফুল, মো. আলিশ ও বখতিয়ার। এ ঘটনায়পুলিশ বাদী হয়ে ৯জলের বিরুদ্ধে মামলা দাযের করেরছেন।
এসময় পলিশের সাথে থাকা শ্রমিক আব্দুল কাইয়ুম,সাবিক পাটোয়ারী ও আলআমিন আহত হয়। আহত জেলেরা হলেন : ইমরান সরকার, শাহজালাল,ওয়াচকুরুনী, রাজীব প্রধানীয়া, কামরুল মাল, আল আমিন, হানিফ, মাসুদ ও জাহিদ। এদের মধ্যে ইমরান,শাহজালাল, ওয়াচকুরুনী, রাজীব ও কামরুলকে গ্রেফতার পুলিশ।