মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

মেঘনা নদীতে সিমেন্ট ও যাত্রীবাহী দুই ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে শরীয়তপুর-চাঁদপুর সীমানা এলাকা রাজরাজেশ্বরে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ শহীদুল্লাহ গাজী (৪৮) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছত্তর গাজীর ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মনির হোসেন নামে এক ব্যক্তি চাঁদপুর থেকে ট্রলারে যাত্রী নিয়ে শরীয়তপুর জেলার সখিপুরের আফা মোল্লার বাজারের দিকে রওনা করেন। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় পৌঁছার পর সিমেন্ট বোঝাই বরিশাল মুখী একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় শহীদুল্লাহ্ গাজী নামে এক যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিশর আলম মোল্যা বলেন, চাঁদপুর থেকে আফা মোল্লার বাজারে আসার পথে মনির হোসেনের ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় শহীদুল্লাহ্ গাজী নামে একজন নিখোঁজ হয়েছেন। মনির হোসেনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুইটি ট্রলারের সংঘর্ষে একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে আগামীকাল সকাল থেকে ডুবুরি দল কাজ করবে।

Loading

শেয়ার করুন: