স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, গাজী আব্দুল গণি, আব্দুল আজিজ বাদল, ওয়াহিদুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মিয়া, আবুল হাসানাত নয়ন, ইকবাল হোসেন পলাশ, জাহাঙ্গীর কবির কিশোর, শাহাজালাল বন্ধুকসীসহ চাঁদপুর সদর উপজেলা যুবলীগের অন্তভুক্ত ১৪টি ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদ, আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৬ নভেম্বর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের অন্তভুক্ত ১৪টি ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়।