রাজারগাঁও ইউনিয়নের উপ-নির্বাচনে মফিজুর রহমান জয়ী

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্রিং অফিসার ফারুক হোসাইন।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের কেন্দ্রের ভোটার সংখ্যা  ২১ হাজার ৪শ’ ২৪জন। তার মধ্যে ১১ হাজার ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ৯১২ ভোট। এতে ১৪৩ টি ভোট বাতিল হয়।মোট ভোটার উপস্থিতি ছিল ৫১ %। বিগত নির্বাচন ইভিএমের মাধ্যমে হলেও এবার নির্বাচন হয় ব্যালটে।

নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকে আলহাজ্ব মিজানুর রহমান তালুকদার ১২৫৬ ভোট , দুই পাতা প্রতীকে আকতার হোসেন ৫৩ ভোট, অটোরিকশা প্রতীকে আনোয়ার হোসেন ২ ভোট , টেলিফোন প্রতীকে আবুল কালাম ২ ভোট , ঢোল প্রতীকে মনির হোসেন পাটওয়ারী ৯৩ , চশমা প্রতীকে রফিকুল ইসলাম ৯২১, মোটরসাইকেল প্রতীকে শাহজাহান মিয়া ৪৫৪, রজনীগন্ধা প্রতীকে সিদ্দিকুর রহমান ৯৬৫ ও ঘোড়া প্রতীকে হাজী মো. আবুল কালাম ৯১০ ভোট পেয়েছেন ।

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাদির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।  এ কারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Loading

শেয়ার করুন: