লক্ষীপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দ ও  ভূ‌মি অ‌ফিস প‌রিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:

 চাঁদপুর সদর উপ‌জেলার ১০নং লক্ষীপুর ম‌ডেল ইউ‌নিয়ন প‌রিষ‌দ ও ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিসের কার্যক্রম প‌রিদর্শণ ক‌রে‌ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উ‌দ্দিন।

১১ মার্চ দুপু‌রের প‌রিদর্শনকালে প‌রিষ‌দের বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, ইউ‌নিয়নের গরীব মানুষ‌দের তা‌লিকা ক‌রে ভি‌জিএফ কার্ড দেওয়ার ব‌্যবস্থা কর‌বেন। এ রমজা‌নে কোন গরীব যেন ভি‌জিএফ কার্ড পে‌তে হয়রা‌নির শিকার না হন সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। যাদের স্মার্ট কার্ড আ‌ছে তা‌রা টি‌সি‌বির পন‌্য পা‌বে, স্মার্টকার্ডবিহীন টি‌সি‌বির পন‌্য দেওয়া যা‌বে না। ১৭ তা‌রি‌খের পর ট্রাক সে‌লের মাধ‌্যমে ইউ‌নিয়‌নের দু‌টি বাজা‌রে বি‌ক্রি করা হ‌বে। তখন যে কোন ব‌্যক্তি স্মার্ট কার্ডের মাধ‌্যমে ভোগ‌্য পণ‌্য ক্রয় কর‌তে পার‌বেন। আমরা চাই রমজান মাসে বাজারটা‌কে গরী‌বের উপযোগী ক‌রে রাখ‌তে।

তি‌নি আরও‌ ব‌লেন, বর্তমা‌নে অন্তব‌র্তিকালীন  সরকার দেশ প‌রিচালনা কর‌ছে তাই সকল দলের ভাল লোক‌দের নি‌য়ে কাজ কর‌বেন। বি‌শেষ ক‌রে যে দলগু‌লোর বিরু‌দ্ধে ক্লেম নেই। আমি সভা ক‌রে বি‌ভিন্ন প‌ন্যের দাম নির্ধা‌রন ক‌রে দি‌য়ে‌ছি। ডিম প্রতি পিস সাড়ে ৯ টাকা, ব্রয়লার মুর‌গি ১৮০ টাকা, গরুর মাংস ৬৮০ টাকা, খা‌সির মাংস ১১০০ টাকা। আপনারা কোন অবস্থা‌তেই নির্ধা‌রিত দামের বাই‌রে পন‌্য কিন‌বেন না। ‌দোকানী প‌ণ্যের দাম বেশী রাখলে প্রতিবাদ ক‌রবেন, দরকার হ‌লে আমা‌দের জানাবেন। আমরা সেই দোকানীর বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেব।

এসময় সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা  শাখাওয়াত জা‌মিল সৈকত, সহকারী ক‌মিশনার ভূ‌মি আল এমরান খান, সহকারী ক‌মিশনার গোপনীয় শাথা নাজমুল হুদা, ইউ‌নিয়ন প্রশাসক মুকবুল  হো‌সেন, স‌চিব রা‌কিবুল হাসান, ‌হিসাব সহকারী রো‌বেনা আক্তার, ইউ‌নিয়ন ভূ‌মি সহকারী শাহানা আক্তার, ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি নুরুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপ‌তি মোঃ সুমন আহ‌মেদ ভূঁইয়া (সম্ভাব‌্য চেয়ারম‌্যান প্রা‌র্থি), সাধারণ সম্পাদক শহীদ, সাংগঠ‌নিক মোঃ দাদন মিয়া, যুব দ‌লের সভাপ‌তি নুরুল ইসলাম পাটওয়ারী, দইউ‌নিয়ন জামায়া‌তের সহ সভাপ‌তি হা‌ফেজ বেলাল হো‌সাইন, সে‌ক্রেটারী এনামুল ক‌বির প্রমূখ।

Loading

শেয়ার করুন: