শহীদ দিবসে মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির শপথ

স্টাফ রিপোর্টার:

মহান একুশে ফেব্রুয়ারির সকালে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘শপথ’ নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি।

বুধবার সকাল সাড়ে ৮টায় প্রভাতফেরি নিয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতা-কর্মীরা।

চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে শোকের ব্যানার, কালো ব্যাজ নিয়ে রাজপথে স্লোগানের ঝড় তুলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা পুস্পস্তবক অর্পণ করেন।

দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে প্রভাতফেরিতে অংশ নেন শত শত নেতাকর্মী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে

দলের অঙ্গীকার তুলে ধরেন অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে উপস্থিত নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান তিনি।

এর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।

এ সময় বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল,মৎস্যজীবী দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম বলেন, ৭ই জানুয়ারি দেশে ভোট হয় নাই, জনগণ ভোট দেয় নাই। ভোট করেছে ডামি আর আমি।

তিনি বলেন, এখানে প্রার্থী ছিলেন দীপু মনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবার কথা ছিল ধানের শীষের শেখ ফরিদ আহমেদ মানিক।কিন্তু প্রার্থী হয়েছিল ঈগল মার্কা,আওয়ামী লীগের সভাপতি। ওনারা ভাই-বোনে ইলেকশন করেছে। সেই নির্বাচনে তারা শপথ নিয়েছে। নির্লজ্জ সরকার বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। আজকে সাধারণ মানুষ অভাব অনটনে আছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সাথে দুর্নীতিও বাড়ছে। দুর্নীতির মাধ্যমে ভোটও হয়েছে। আর সমর্থন করেছে বিশ্বের একমাত্র হিন্দুস্তান। এই হিন্দুস্তানের কারণে বাংলাদেশের ৮০ ভাগ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই।

আজকে দলের নেতা কর্মীদের শপথ নিতে হবে- ভারত খেদাও, দেশ বাঁচাও- মানুষ বাঁচাও।

Loading

শেয়ার করুন: