নিজস্ব প্রতিদেক
শাহরাস্তি উপজেলায় বসতঘরের আগুনে দগ্ধ হয়ে সোহান (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সোহান আলীপুর দক্ষিণ পাড়া ব্যাপারী বাড়ির দিনমজুর রবিউল আলমের ছেলে।
ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে শারীরিক প্রতিবন্ধী সোহান আগুনে পুড়ে মারা যায়।
দিনমজুর রবিউল আলম জানান, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। এ সময় অগ্নিকাণ্ডেরে ঘটনা ঘটে। তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।