শাহরাস্তিতে বিভিন্ন অনিয়মে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি:

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে এক  দোকানিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড  প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার উয়ারুক বাজার এলাকায় উপজেলা প্রশাসনের তরফে একটি  ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, ওই বাজারে  অভিযানের সময়  বিভিন্ন দোকানের ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয় ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়। ফলের দোকান গুলোতে ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় ও ফলের ঠোঙ্গা গুলোর একেকটির ওজন ৮০ গ্রামের উপরে পাওয়া যাওয়ায় ক্রেতাকে ফল বিক্রির সময় ঠোঙ্গার ওজন বাদ দিয়ে ফল ওজন করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়।

এসময় ওই বাজারের  একটি স্টোরে মূল্যতালিকা নেই, অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাদ্যদ্রব্য রাখা , তেলের বালতি  ও আবর্জনা পড়ে আছে ও মেয়াদোত্তীর্ন মালামাল পাওয়ায় স্টোরটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা  অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় ও জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়।

এদিকে কালিয়াপাড়া এলাকায় সহকারী কমিশনার  (ভূমি) অনুরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে না পাওয়ায় মূল্যতালিকা হালনাগাদ না থাকায়, ক্রয়ের রশিদ সংরক্ষন না করা ও মেয়াদউত্তীর্ণ মালামাল পাওয়ায় দুটি স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা  অর্থদন্ড প্রদান করে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করে। দুটি অভিযানে সার্বিক সহযোগিতা করেন, শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার  এবং সঙ্গীও ফোর্স।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান,পণ্যের গুণগতমান  ও সরকার ঘোষিত দ্রব্যমূল্যর দামের বাইরে যেকোনো অনিয়ম প্রশাসনের দৃষ্টিগোচর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Loading

শেয়ার করুন: