মোঃ মহিউদ্দিন :
শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেনের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উনকিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
দেশমাতৃকাকে শত্রু মুক্ত করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি শান্তির নীড়, একটি স্বাধীন রাষ্ট্র, একটি পতাকার জন্য জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ মাতৃকার জন্য স্বাধীনতা ছিনিয়ে এনে ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হোসেন গতকাল ৯ মে ভোর ৪ টা ১০ মিনিটে শারীরিক অসুস্থতা বার্ধক্য জনিত কারণে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে তাঁর বাসভবনে শেষ নিঃস্বাস ত্যগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মরহুম ফারুক হোসেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানী সচিব মোহাম্মদ মহসীন , সাবেক সচিব তাহমিনা আক্তার এবং বিগ্রেডিয়ার জেনারেল ডা: মো: আবু নাছের এর বড় ভাই ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ ভাই, ৩ বোনসহ অনেক আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।