নিজস্ব প্রতিনিধি ॥
বিভিন্ন অনিয়মের দায়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র (প্রাঃ) হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় অবস্থিত মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র (প্রাঃ) হাসপাতালে মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নিয়ম অনুযায়ী অপারেশন রুমে পর্যাপ্ত জায়গা না থাকা, ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনকৃত লাইসেন্সের নবায়ন না থাকায় এক লাখ টাকা জরিমানা করে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।