শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ করার প্রস্তুতি

  মোঃ মহিউদ্দিন:
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
২০ মে সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শাহারাস্তি  থানা কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে এ নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী। এ সময় তিনি সুস্থ শান্তিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালনের উপর জোর দেন।
 শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেল রিজওয়ান সাঈদ জিকু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা।

Loading

শেয়ার করুন: