শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ৫০০শ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের ৫০০ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ এপ্রিল বিকেল ৪ টায় দক্ষিণ গুনরাজদী মরহুম লুৎফুর রহমান পাটোয়ারী বাড়ির সামনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারীর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় নেতারা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর প্রতিনিধি হিসেবে আমাদের চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তারি ধারাবাহিকতায় আমার ওয়ার্ডবাসীর অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লা।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎস ডা. জে. আর ওয়াদুদ টিপু, আবু তাহের পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সহ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, পৌরসভার ১০,১১,ও ১২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল আয়েশা রহমান, পৌর যুবলীগের সদস্য নুরুর রহমান এনার, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ আহ্বান কমিটির সদস্য সুলতানা রাজিয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম টিপু গাজী, জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাদিস উর রহমান (রানা), গ্রন্থকার বিষয়ক সম্পাদক, আরিফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাব্বি, ১১ নং ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মুনতাছির মাহি ভূঁইয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, লবন সহ মোট ৮টি আইটেম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: