শেখ হাসিনা অনেক কিছুু দিয়েছেন এবার ভোট দিয়ে ঋণ শোধের পালা: ড. সেলিম মাহমুদ

 

কচুয়া প্রতিনিধি ॥

চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনভর গনসংযোগ ও প্রচারনা করেছেন নৌকার প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। শুক্রবার উপজেলার সাচার বাজার, রাগদৈল, বজুরীখোলা, বায়েক, বারৈয়ারা, মধুপুরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি।

এসময় ড. সেলিম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণের জন্য ৪৩ বছর ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে নানামূখী কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তাই ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে পূনরায় শেখ হাসিনাকে জয়ী করতে হবে। ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে জনকল্যাণে নিবেদিত শেখ হাসিনার ঋণ পরিশোধ করুন।

গণসংযোগকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম আতিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: