কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কচুয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
তিনি মঙ্গলবার ২য় দিনে উপজেলার কাদলা,কড়ইয়া,গোহট উত্তর,গোহট দক্ষিন ও আশ্রাফপুর ইউনিয়নে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রথম দিনে প্রায় ৬ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাছাড়া সকল ক্ষেত্রে দেশবাসীর জন্যে চিন্তা করেন এবং যা যা করার দরকার তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন।
নুরুল আজাদ কলেজ মাঠে অনুষ্ঠিত কাপড় বিতরণ অনুষ্ঠানে কাদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাহবুব আলী রাজুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান,ইউপি সদস্য কাউছার প্রধান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাদলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক প্রত্যাশী ও বিশিষ্ট ঠিকাদার মো. মাঈন উদ্দিন।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।