মতলব দক্ষিণ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আজ থেকে প্রতিরোধের সংগ্রাম চলবে। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। তাদের ষড়যন্ত্রের দুর্গ চুর্ণবিচুর্ণ করে দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা সত্যের পথে, ইমানের পথে আছি, বাংলার জনগণের পাশে আছি। আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়েছি, তাঁকে হারাতে চাই না। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন।
৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও হত্যার প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন বিএইচ এম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম চৌধুরী দীপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আছমা আক্তার আখি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান সরকার প্রমুখ। এছাড়াও সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন। প্রতিবাদ সভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।