নিজস্ব প্রতিবেদক:
নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি এমপির চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম । শুক্রবার ১২ জানুয়ারি বিকালে তাকে এ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সমাজকল্যাণ মন্ত্রী-কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।