সাংবাদিক ও লেখক এস এম আনোয়ারুল করিমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক ও লেখক মাওলানা এস এম আনোয়ারুল করিমের দাফন সম্পন্ন হয়েছে।  চাঁদপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সাবেক নির্বাহী সম্পাদক এসএম আন্ওয়ারুল করীম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

৯ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর শহরের বাগাদী রোডস্থ রওশন রাইস মিল সংলগ্ন নিজ বাড়িতে সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাজা  চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলী পাকা জামে মসজিদের সামনে মঙ্গলবার  বিকেল সাড়ে ৩টায় মধ্য ইচুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে ঢালির গাটস্থ পাকা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

নামাজে জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্, সাবেক সভাপতি কাজী শাহাদা, এ এইচ এম আহসান উল্লা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কালু ভূঁইয়া, যুগ্ন আহবায়ক টুটুল, তোফায়েল আহমেদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: