নিজস্ব প্রতিনিধি :
জাতীয় দৈনিক সময়ের আলো, স্থানীয় চাঁদপুর প্রবাহ ও অনলাইন নিউজ চাঁদপুর টাইমস এর কর্মরত সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের বাবা মরহুম সুলতান আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮ মার্চ শুক্রবার বাদ জুমা হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম সুলতান আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেন পরিবারবর্গ।
২০২১ সালের ৭ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থা তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে স্ত্রীসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মনতলা কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম মাও. গোলাম মোস্তফা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। মরহুমের বড় ছেলে সাংবাদিক জহিরুল ইসলাম জয় এলাকার মসজিদে আগত মুসুল্লীদের কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।