স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের (২৫০৩) একাংশের সাবেক সভাপতি রিপন বেপারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রিপন হাইমচর উপজেলা গন্ডামারা গ্রামের শহীদুল্লাহ বেপারীর ছেলে।
চাঁদপুর মডেল থানা পুলিশের এএসআই হেলাল হোসেন ও শহীদুল্লাহ জানান, সোমবার রাতে চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ার ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় । পরে মঙ্গলবার দুপুরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। তিনি বর্তমানে সিএনজি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।