হাইমচরে গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

 

হাইমচর অফিস:

আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ অক্টোবর সকালে উপজেলা সদর আলগী বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রুমে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধনের ঘোষণা করা হয়।

 

ডায়াগনস্টিকের শুভ সুচনায় হাইমচর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের রোগ নির্ণয়ে অগ্রনি ভুমিকা রেখে যাবে এই প্রত্যাশা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাতের পূর্বে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো: রাসেল হোসাইন এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ, আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আলমগীর হোসেন, হাইমচর প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন।

 

এ সময় ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওসমান গনি সালেহী, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আঃ রাজ্জাক নাঈম, দেওয়ান মোঃ সাইফুল ইসলাম, মো: মতিউর রহমান সানজিদ, নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রহমান হামিদী।

Loading

শেয়ার করুন: