নিজস্ব প্রতিবেদক:
হাইমচরে পানিতে ডুবে জাহিদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দক্ষিণ আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম মিজির একমাত্র ছেলে। ৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় দক্ষিণ আলগী ইউনিয়নের মিজি বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে সে নিহত হয়।
জানা যায়, শিশুটি দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশের পুকুর পাড় খেলা করছিলো। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠে। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাঃ নুসরাত জাহান (শান্তা) শিশুকে মৃত ঘোষণা করেন।