স্টাফ রিপোর্টারঃ
একতা-নৈতিকতা-সাহায্যপরায়নতা এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন’ এর পক্ষ থেকে হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার আলগী বাজার, পশ্চিম চর কৃষ্ণপুর, মহজমপুর, হাইমচর ডিগ্রি কলেজে এলাকা, গাজীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন গাজী, উপদেষ্টা জিয়া উদ্দিন জিল্লুসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অসহায় খেটে খাওয়া ১শত মানুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে চাদর উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ইউপি সদস্য এমরান তালুকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলামসহ সাংগঠনের নেতৃবৃন্দ।