
হাইমচর প্রতিনিধি
২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইমচরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টারের নেতৃত্বে অন্যান মুক্তিযোদ্ধাগন, থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন এর নেতৃত্বে অন্যান পুলিশ সদস্যগন, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে বিএনপির অন্যান নেতৃবৃন্দ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম এর নেতৃত্বে অন্যান সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায়, উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায়, উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা ও দেশের প্রতি তাদের অবদানের কথা তুলে ধরেন।
এছাড়াও, জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, “এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। আমরা সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি।”