হাইমচর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব নবগঠিত কার্যনির্বাহী কমিটি( ২০২১-২৪) এর অভিষেক ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন হাইমচর প্রেসক্লাব এবং হাইমচরের সাংবাদিকরা সব সময় মানুষের কল্যানে কাজ করে, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশের ও অসংগতি জনসম্মুখে প্রকাশ পায়, ২০০৮ সালের পূর্বে হাইমচরের আর্থসামাজিক অবস্থা আর বর্তমান অবস্থা আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি মহোদয় এর মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ও উন্নয়নে আমাদের সাথে সাংবাদিকরা সার্বক্ষণিক সহযোগিতা নিয়ে পাশে ছিল, সকল যায়গায় যেহেতু উন্নয়ন হয়েছে ইনশাআল্লাহ চলতি বছর হতে হাইমচর প্রেসক্লাব এর ভবন অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে, নব নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন আজ আপনাদের এ আয়োজন গুনীজন সম্মাননা সত্যি কার প্রশংসার দাবি রাখে, গুনীজন কে মুল্যায়ন করে আপনারা সম্মানিত হয়েছেন, রাজনৈতিক অনেক মতবেদ থাকলেও হাইমচর বাসীর স্বার্থে প্রেসক্লাব এক ও অভিন্ন হয়ে কাজ করে। এই ধারাবাহিকতা রক্ষা করে সকলে একযোগে মানুষের কল্যানে নিয়োজিত হবেন এটাই হাইমচরবাসী হিসেব প্রত্যাশা করি।

২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, হাইমচর প্রতিষ্ঠাতা সদস্য ও সম্মাননা প্রাপ্ত গোফরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, লোকমান হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য মাওঃ মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ টেলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আঃ রহমান রিয়াদ, সহ সভাপতি বিএম ইসমাইল হোসেন, মুনছুর পাটওয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আলম রিয়াদ, সালাউদ্দিন মাষ্টার, সিনিয়র সদস্য সরদার আবু তাহের,জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, প্রচার সম্পাদক শাহ আলম মিজি সহ প্রেসক্লাব সদস্য বৃন্দ।

অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য আক্কাস আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম কে বিশেষ সম্মানন প্রদান, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মাহবুব আলম বাশার কে মরণোত্তর বিশেষ সম্মাননা, প্রতিষ্ঠাতা সদস্য মাওঃ মোঃ নুরুল ইসলাম কে বিশেষ সম্মাননা প্রদান, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম আজাদ কে বিশেষ সম্মাননা প্রদান সহ সমাজে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুনীজন কে বিশেষ সম্মাননা প্রদান, নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি সদস্যদের ফুল ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে বরন করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: