
নিজস্ব প্রতিনিধি:
সামাজিক ও অরাজনৈতিক সংগঠন টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ এর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কাপড়িয়া পট্টির দক্ষিণ মাথায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহাস সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলি, অর্থ ও প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ মজুমদার।
বক্তারা বলেন, এই সংগঠনটি সবসময় গরীব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও ৫০টি অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ওই সময় তারা আরো বলেন, এই সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। সংগঠনের সকল সদস্যরা মিলে নিজ উদ্যোগে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন তারা।
সংগঠনটি ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে যাত্রা শুরু করে। এরপর থেকেই দেশের বিভিন্ন মহামারীতে ভূমিকা রাখেন তারা। গরিব, অসহায় ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন এ সংগঠনের সদস্যরা।
সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার ( প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জসিম তফদার( প্রবাসী), সদস্য মোহাম্মদ আহসান হাবিব (প্রবাসী), কবির বলি( প্রবাসী), ওমর গনী(প্রবাসী), মামুন সর্দার, আনোয়ার হোসেন টিপু, সোহেল আফ্রিদী, মিলন মজুমদার(প্রবাসী), সরোয়ার হোসেন, সুমন সর্দার, কাউছার আহমেদ।