হাজীগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের ৩ সদস্য আটক, দুই গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাজীগঞ্জে আন্ত:জেলা গরু চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে দুটি গরু। বুধবার (১০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

চোরচক্রের সদস্যরা হলেলন-হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্য শ্রীরামদী এলাকার লিটন ওরফে হোমিও লিটন (৪০) ও একই উপজেলার বালিয়া এলাকার শফিকুর রহমান ওরফে রিপন মাল (৪০)।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ ভূঁইয়া জানান, চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন চোরকে সঙ্গে নিয়ে দুই গরু উদ্ধার করা হয়। মামলার বাদী হাজীগঞ্জের পৌরসভার বলাখাল সুবিদপুর হাজী বাড়ীর পারুল বেগম। গরুগুলো উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, তারা দীর্ঘদিন যাবত গরু চোরচক্রের সাথে জড়িত রয়েছে। তাদেরকে গরু চুরির মামলায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Loading

শেয়ার করুন: