হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ১৮টি পুরস্কার পেয়েছে। ২১ জানুয়ারি রোববার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে রোববার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে হাজীগঞ্জ আমিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট বালক, ব্যাডমিন্টন বালক একক ও দৈতসহ তিন বিভাগে প্রথম স্থান (চ্যাম্পিয়ন) অর্জন করে।
এছাড়াও ব্যাডমিন্ট বালিকা দৈত রানার্সআপসহ বিভিন্ন ইভেন্টের মোট ১৮টি পুরস্কার অর্জন করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ দিকে শিক্ষার্থীদের এমন অর্জনে শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসাবে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন বেলচোঁ মাদ্রাসার শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন ও গীতা থেকে পাঠ করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাধারমন ভৌমিক। বিশেষ অতিথি হিসাবে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।