হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরের হাজীগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ছয়টা হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ এস এম হাউসিং এলাকার ডিএম ভবনে এ দূর্ঘটনা ঘটে।

রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়। তিনি পৌর এলাকার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের হোটেল কর্মচারী আবুল কালামের স্ত্রী। স্থানীয়রা দগ্ধ হওয়া নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে । প্রাথমিক ভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বোতল ছিদ্র হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে এর উপস্থিতিতে পুলিশ, পিবিআই এবং সিআইডির প্রতিনিধি দল ঘটনা উদঘাটনে তদন্ত করছে।
অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, গ্যাস সিলিন্ডারের বোতল পাওয়া গেছে। বিস্ফোরণ কি কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Loading

শেয়ার করুন: