হাজীগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজাকে হত্যার ঘটনায় মানববন্ধন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাচার এক ঘুষির আঘাতে নিহত ভাতিজা আইনজীবী সহকারী সেলামত উল্ল্যাহর লাশ নিয়ে চাঁদপুর আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে আইনজীবী সহকারীরা।

রোববার (২ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজের কার্যালয়ের সামনে অভিযুক্ত চাচার ফাঁসির দাবিতে এই মানববন্ধন করেন তারা।

জানা গেছে, এর পূর্বে ১ এপ্রিল শনিবার দিন সকালে হাজীগঞ্জ উপজেলা তারাপল্লায় গ্রামের প্রধানিয়া বাড়িতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে রবিউল আলমের ছেলে সেলামত উল্লাহর সাথে প্রতিপক্ষ একই বাড়ির আমির হোসেনের ছেলে কাউসারের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কাওসার সেলামতকে এলোপাতাড়ি ঘুসি মারতে থাকে। এতে সেলামত গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আইনজীবী সহকারী সালামত উল্লাহ চাঁদপুর আদালতে এডভোকেট পবিত্র লাল সরকারের সাথে দীর্ঘ দিন ধরে কর্মরত ছিলেন। তার প্রেক্ষিতে অন্যান্য আইনজীবী সহকারীরা খুনির ফাঁসির দাবিতে রোববার দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গণে নিহতের লাশ নিয়ে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এডভোকেট পবিত্র লাল সরকার, চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান, আইনজীবী সহকারী সমিতির সদস্য আইনজীবী সহকারী হাবিব মুন্সী, দিদারুল আলম, বাবুল সাহা, মোঃ রাব্বি মজিবুর রহমান, আনিসুর রহমান, রতন বেপারীসহ অন্যান্য আইনজীবী সহকারীরা।

Loading

শেয়ার করুন: