হাজীগঞ্জে দুই স্কুলের একাডেমিক ভবন উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক ॥

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের তিলতলা একাডেমিক ভবন ও বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

রোববার সকালে উপজেলার সুহিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব অরুণের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনতলা ভবনের উদ্বোধন করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ওই সময় এমপি বলেন, মোটরসাইকেল নয় সাইকেল বহরে আমাকে অনুষ্ঠান পর্যন্ত নিয়ে এসেছে এ প্রথম।
একই দিন দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি।

অনুষ্ঠানে ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, এমপির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ৭নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.হাশেম, ৩নং কালচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

Loading

শেয়ার করুন: